আমার আজকের লেখাটি তাদের জন্য যারা গ্রাফিক্স ডিজাইনকে পেশা হিসাবে নিতে
চায় এবং নিজেকে একজন দক্ষ ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চায়। আমরা অনেকে বিভিন্ন জায়গা
বা প্রতিষ্ঠান থেকে টাকার বিনিময় গ্রাফিক্স ডিজাইন শিখতে পারিনা, তাই ইচ্ছা থাকা
সত্ত্বেও আমাদের এই বিষয়টি শেখা হয়না। আর শুধুমাত্র তাদের জন্য আমরা ফ্রিতে
গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য এই টিউটোরিয়াল গুলো তৈরি করেছি। আশা করি আপনারা এখান
থেকে শিখতে পারবেন। আপনারা সবাই আমার
টিউটোরিয়াল পড়ে এবং নিয়ম অনুযায়ী প্রাকটিস করলে গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন এবং
দক্ষ হইয়ে অনলাইনের মাধ্যমে অনেক টাকা আয় করতে পারবেন। তবে প্রথমদিকে আয়ের চিন্তা
বাদ দিয়ে কাজ শেখায় মনোযোগ দেওয়াটা ভাল বলে আমি মনে করি।
কিভাবে শিখবেন গ্রাফিক্স ডিজাইন;
বাজারে শেখার অনেক মাধ্যম পাবেন তবে আপনি যে মাধ্যমটির
মাধ্যমে শিখতে পারবেন সেটি আপনি বাছাই করে
আজি শেখা শুরু করুন। আপনি চাইলে আমাদের DVD সংগ্রহ করতে পারেন। এই DVD-তে আমরা
হাতে কলমে সুন্দর করে শেখানোর চেষ্টা করেছি আসারাখি আপনাদের ভাল লাগবে। আমাদের টিউটোরিয়াল গুলোর মধ্যে আছে টাইফোগ্রাফি, ওয়েব ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, লোগো ডিজাইন,
বইয়ের কভার ডিজাইন ইত্যাদি। DVD সংগ্রহ
করতে ফেসবুক পেজ এ ম্যাসেজ কুরুন অথবা কল করুন (০১৭৪৭ ৭০০৫১৬)
এম এম টিউটোরিয়াল এর মাধ্যমে কিভাবে শিখবেন;


Very Helpful Post
ReplyDelete