Graphics Design and MS Office টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের স্বাগতম জানাই। আপনারা যারা আজি প্রথম আমার এই ব্লগ টিউটোরিয়ালটি পড়ছেন বা দেখছেন তাদেরকে আমার সাথে থাকার জন্য এবং আমার ব্লগ টিউটোরিয়ালগুলো নিয়মিত পড়ার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা দেখবো কি ভাবে MS Office word Software এ একটি নতুন ফাইল খুলতে হয় এবং কিভাবে শুরু করতে হয়। এই টিউটোরিয়ালটির ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে, তবে সম্পূর্ণটা পড়ে ভিডিওটি দেখবেন। তাহলে যারা নতুন তারা খুব ভালো বুজতে পারবেন বলে আমি মনে করি।

How to start Ms Office Word?
Microsoft Office Word শুরু করতে হলে প্রথমে আপনাদের
কম্পিউটার থেকে Start বাটুনে ক্লিক করবেন। তারপর All Program এ ক্লিক করবেন।
এবার মাউস দিয়ে ড্রাগ করে Microsoft Office এ ক্লিক করবেন। তারপর মাউস দিয়ে ড্রাগ করে Microsoft Office
Word এ ক্লিক করবেন। বুজতে সমস্যা হলে পাসের ছবিটি দেখুন................!

How to Open new Documents file in Ms Office
Word?
Microsoft Office Word এ একটি
নতুন ফাইল খুলতে হলে প্রথমে Microsoft Office Word এর File বাটুনে ক্লিক করবেন। তারপর New এ ক্লিক করবেন। তারপর Blank Documents এ ক্লিক করবেন। তারপর Create এ ক্লিক করবেন। বুজতে সমস্যা হলে পাশের ছবিটি দেখুন................!
Interface of Ms Office Word?
উপরের চিত্র দ্বারা
আপনারা Microsoft Office Word এর ইন্টারফেস দেখতে পারছেন। চিত্রটিতে বেশ কিছু
জাইগা Select করে নাম্বার দেওয়া হয়েছে। নীচে নাম্বারের বর্ণনা দেওয়া হল।
১. নাম্বার
Select করা অংশ কে Microsoft Office Word এর Title bar বলা হয়। মূলত, ফাইলটি যে নামে Save করা থাকে সেই নামটি এই বারে দেখা যাই।
২. নাম্বার
Select করা অংশ কে Microsoft Office Word এর Menu bar বলা হয়। মূলত, Microsoft Office Word ফাইলে যে কাজ করা
হয় সবগুলো কাজ এই Menu bar এর মাধ্যমে করা হয়।
৩. নাম্বার
Select করা অংশ কে Microsoft Office Word এর Sub
Menu/Tool bar বলা হয়। মূলত, Microsoft
Office Word ফাইলে Menu bar এর মাধ্যমে যে কাজ করা হয় তাঁর
সবগুলো কাজ এই Sub Menu/Tool bar এর মাধ্যমে অতি সহজে করা
যাই।
৪. নাম্বার
Select করা অংশ কে Microsoft Office Word এর Work
Sheet/page বলা হয়। মূলত, Work Sheet/page এ যাবতীয় লেখালেখির কাজ
করা হয়।
৫. নাম্বার
Select করা অংশ কে Microsoft Office Word এর Status Bar বলা হয়। মূলত, Status Bar এর মাধ্যমে Microsoft
Office Word এর Work Sheet/page এ যে লেখালেখির কাজ করা হয়েছে তাঁর পরিসংখ্যান দেখাই।
৬. নাম্বার
Select করা অংশ কে Microsoft Office Word এর Slide bar বলা হয়।
7. নাম্বার Select করা অংশ কে Microsoft Office Word এর Zoom tool bar বলা হয়।
How to Save a Doc File?
Microsoft Office Word এ কোন ফাইল সেভ করতে হলে প্রথমে File এ ক্লিক তারপর Save
এ ক্লিক, এর পর যে বক্স আসবে সেই বক্স এর
লকেশন দেখিয়ে দিতে হবে, আপনি কোথায় ফাইলটি রাখতে চান,
তারপর File Name এ File Name টাইপ করে save বাটুনে ক্লিক করুন, ফাইলটি সেভ হয়ে যাবে। বুজতে
সমস্যা হলে পাসের ছবিটি দেখুন................!
How to Open a Save Doc File?
Microsoft Office Word এ কোন সেভ ফাইল Open করতে হলে প্রথমে File এ ক্লিক তারপর Open এ ক্লিক,
এর পর যে বক্স আসবে সেই বক্স এর লকেশনে File এর লকেশন দেখিয়ে দিতে হবে, আপনি যেখানে ফাইলটি
রেখেছেন সেই জাইগাটি, তারপর File Name এ File এর নাম টাইপ করুন, যে File টি আপনি Open করতে চান, তারপর Open বাটুনে ক্লিক করুন, ফাইলটি Open হয়ে যাবে। বুজতে সমস্যা হলে পাসের ছবিটি দেখুন................!
Microsoft Office Word এ কোন সেভ ফাইল
Close করতে হলে প্রথমে File এ ক্লিক তারপর Close এ ক্লিক,
ফাইলটি Close হয়ে যাবে। বুজতে
সমস্যা হলে পাসের ছবিটি দেখুন................!
How to Exit MS Office Word?
Microsoft Office Word Software টি Exit
করতে বা এ থেকে বাহির হতে হলে প্রথমে File এ ক্লিক তারপর
Exit এ ক্লিক করলেই ফাইলটি Exit হয়ে যাবে। বুজতে
সমস্যা হলে পাসের ছবিটি দেখুন................!




This is very helpful for begginers
ReplyDelete