Graphics Design and MS Office টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের স্বাগতম জানাই। আপনারা যারা আজি প্রথম আমার এই ব্লগ টিউটোরিয়ালটি পড়ছেন বা দেখছেন তাদেরকে আমার সাথে থাকার জন্য এবং আমার ব্লগ টিউটোরিয়ালগুলো নিয়মিত পড়ার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা দেখবো কি ভাবে MS Office word Software এ একটি নতুন ফাইল খুলতে হয় এবং কিভাবে শুরু করতে হয়। এই টিউটোরিয়ালটির ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে, তবে সম্পূর্ণটা পড়ে ভিডিওটি দেখবেন। তাহলে যারা নতুন তারা খুব ভালো বুজতে পারবেন বলে আমি মনে করি।

How to start Ms Office Word?
Microsoft Office Word শুরু করতে হলে প্রথমে আপনাদের
কম্পিউটার থেকে Start বাটুনে ক্লিক করবেন। তারপর All Program এ ক্লিক করবেন।
এবার মাউস দিয়ে ড্রাগ করে Microsoft Office এ ক্লিক করবেন। তারপর মাউস দিয়ে ড্রাগ করে Microsoft Office
Word এ ক্লিক করবেন। বুজতে সমস্যা হলে পাসের ছবিটি দেখুন................!